[:bn]আসাম রাজ্য নামহট্ট প্রশিক্ষণ ক্যাম্প[:en]আসাম রাজ্য নামহট্ট প্রশিক্ষণ ক্যাম্প[:]

ইসকন্‌, শ্রীধাম মায়াপুর, নদীয়া:
শ্রীধাম মায়াপুরের ইসকন্ নামহট্ট ভবনে ৮ এবং ৯ সেপ্টেম্বর ২০১৯, অনুষ্ঠিত হল আসাম রাজ্য নামহট্ট প্রশিক্ষণ ক্যাম্প। এই অনুষ্ঠান পরিচালনার প্রধান ভূমিকায় ছিলেন আসামের ভারপ্রাপ্ত রাজ্য প্রচারকগন তথা পূজ্যপাদ ত্রিভঙ্গ মুরারি দাস ব্রহ্মচারী প্রভু এবং পূজ্যপাদ সুবল গোপাল দাস ব্রহ্মচারী প্রভু। তাছাড়া ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামহট্ট বিভাগের চিফ রিজিওনাল ডাইরেক্টর শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, নামহট্ট বিভাগের কো-রিজিওনাল ডাইরেক্টর গন তথা শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ , পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু ও শ্রীপাদ বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী প্রভু তাছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভু, পূজ্যপাদ নাড়ুগোপাল প্রভু এবং আরো অনেক জ্যেষ্ঠ ভক্তগণ। ৮ সেপ্টেম্বর রবিবার সমস্ত ভক্তদের শুভ আগমন ঘটে এবং সকাল ১০ ঘটিকায় শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এর দ্বারা মঙ্গল প্রদীপের প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। তারপরে মহারাজ কিছু ভাগবতীয় আলোচনা করেন। তারপরে শ্রীপাদ পদ্মনেত্র প্রভু শিক্ষাষ্টকম্ সম্পর্কে কিছু কথা আলোচনা করেন। দুপুর ২ টায় মহাপ্রসাদ সেবন এবং তৎপরে বৈকাল ৪ ঘটিকায় শুরু হয় ভজন কীর্তন। মূল মন্দিরে সন্ধ্যারতি দর্শনের পর আবার শুরু হয় ভজন কীর্তন এবং নৃত্যানুষ্ঠান ও বৈদিক নাটক। ৯ সেপ্টেম্বর মন্দিরে মঙ্গল আরতি দর্শন এর পর আসামের ভক্তগনকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় শ্রীল প্রভুপাদের পুষ্পসমাধি মন্দির এবং টি ও ভি পি মন্দির দর্শনের জন্য। এরপর নামহট্ট এ শ্রীপাদ নাড়ু গোপাল প্রভু শ্রীমদ্ভাগবত কথা আলোচনা করেন, তারপর মহাপ্রসাদ সেবন এবং পূজ্যপাদ  পদ্মনেত্র প্রভুর শ্রীমুখ থেকে শিক্ষাষ্টাকম এর ব্যাখ্যা শ্রবণ। তারপর ভক্তরা গঙ্গাস্নানের উদ্দেশ্যে গমন করেন এবং মহাপ্রসাদ এরপর বিকাল ৪ ঘটিকায় ভজন কীর্তন ও শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস গৌরচন্দ্র মহারাজের শ্রীমুখ থেকে  প্রবচন ও পূজ্যপাদ বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী প্রভুর থেকে নামহট্ট ও সাংগঠনিক আলোচনা শ্রবণ এবং সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হয় উপলব্ধি ও পুরস্কার বিতরণ এবং ১০ সেপ্টেম্বর মঙ্গলবার প্রাতঃকালীন মহাপ্রসাদ এরপর তাদের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here