ভাগাবান্ধা,( মণ্ডল পাড়া), পুরুলিয়াঃ
০১/০৩/২০২১ তারিখে পুরুলিয়া জেলার ভাগাবান্ধা গ্রামের মণ্ডল পাড়া নামক স্থানকে কেন্দ্র করে সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা পূজ্যপাদ সোনার চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু। বৈকাল ৫ ঘটিকায় হরিনাম সংকীর্তন সহযোগে নগর সংকীর্তনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। নগর কীর্তনের পর এই স্থানে ভজন কীর্তন পরিবেশিত হয়। পূজ্যপাদ সোনার চৈতন্য প্রভু তাঁর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে এই স্থান আনন্দে ভরিয়ে তোলেন। এরপর এই স্থানে সান্ধ্যকালীন আরতি সম্পন্ন হয় এবং পূজ্যপাদ সোনার চৈতন্য প্রভু উপস্থিত ২৫০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রবচন প্রদান করেন। প্রভুর পাঠ প্রদানের পর প্রায় ৩০০ জন ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।