রঘুনাথপুর,পুরুলিয়াঃ
পুরুলিয়া জেলার রঘুনাথপুরেডালাই রোডে শ্রীযুক্ত রঞ্জিত দাস প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে সান্ধ্যকালিন নামহট্ট অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইস্কন বিভাগের অন্যতম বিভাগ তথা নামহট্ট থেকে আগত পূজ্যপাদ সোনার চৈতন্য দাস। সন্ধ্যা ৬.০০ মিনিটে সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হয়। বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে অনুষ্ঠান আনন্দ মুখর হয়ে ওঠে। ভজন কীর্তন এর পর সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে রাত্রি ৯.০০ টা পর্যন্ত সান্ধ্যকালীন অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ১৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন। সন্ধ্যা আরতির পর এই স্থানে পূজ্যপাদ সোনার চৈতন্য প্রভু অদৈত আচার্যের আবির্ভাব লীলা কথা বর্ণনা করেন। এরপর সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।