রাধানগর,খানাকুল, হুগলীঃ
১৯/০২/২০২১ তারিখে হুগলী জেলার খানাকুল থানার পূর্ব রাধানগর গ্রামের এক স্থানের এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে সান্ধ্যকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ৩০ থেকে ৪০ জন ভক্ত উপস্থিত ছিলেন। বৈকাল ৪.০০ টা থেকে রাত্রি ৮.০০ পর্যন্ত এই অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে এই স্থানে বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে সন্ধ্যারতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা আরতির পর এই স্থানের মহা চক্রপতি শ্রীযুক্ত অসীম কেশব দাস প্রভু প্রায় ৪০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রবচন প্রদান করেন। এরপর উপস্থিত সমস্ত ভক্তের উদ্দেশ্যে হাতে মহাপ্রসাদ বিতরণ করা হয়।