বেলুয়াঃ
১৬/০২/২০২১ তারিখে বিহারে সরস্বতী মন্দিরে শুভ মঙ্গল আরতি সম্পন্ন করে এই স্থানেই শ্রীগুরু পূজা সম্পন্ন করেন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা দক্ষিন দিনাজপুর ও মালদা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ গোপী প্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভু। পূজ্যপাদ গোপী প্রিয় প্রভুর সুমধুর কন্ঠে ভজন কীর্তন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এই স্থানে পূজ্যপাদ গোপী প্রিয় প্রভু উপস্থিত ১৫০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রবচন প্রদান করেন মধ্যাহ্নকালীন ভোগ আরতি সম্পন্ন করেন। সবশেষে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এরপর সন্ধ্যায় চাচোলের পাঁচটি শ্রদ্ধা কুটির পরিদর্শন করেন এবং পল্লাদ প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে পূজ্যপাদ গোপী প্রিয় প্রভু মহাপ্রসাদ গ্রহন করেন ।