দক্ষিন দিনাজপুর:
১২/০২/২০২১ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে সকালে মঙ্গলারতি, গুরুপূজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর ইসকন নামহট্ট বিভাগের অন্যতম খ্যাতনামা প্রচারক তথা মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত প্রচারক পরমশ্রদ্ধেয় পূজ্যপাদ গোপী প্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভু। শ্রী গুরু পূজার পর এই স্থানে পূজ্যপাদ গোপী প্রিয় প্রভু এই শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে হরিকথা প্রবচন প্রদান করেন। এরপর এই স্থানে তারা প্রাতঃকালীন মহাপ্রসাদ গ্রহণ করেন। মহাপ্রসাদ এরপর পূজ্যপাদ গোপাল প্রভু পাঁচটি শ্রদ্ধা কুটির পরিদর্শন করেন।
এরপর জয়পুরের উমাপদ মন্ডল প্রভুর শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে মধ্যাহ্নকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২ টায় পূজ্যপাদ প্রিয় গোপাল প্রভুর সুমধুর কন্ঠে ভজন-কীর্তন সহযোগে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর তিনি তাঁর প্রাঞ্জল ভাষায় ভক্তদের সম্মুখে শ্রী হরিকথা আলোচনা করেন। এবং শুরু হয় মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন। আনন্দে উল্লাসিত হয়ে ভক্তরা উদ্দম নৃত্য সহকারে এই ভোগ আরতি কীর্তনে অংশগ্রহণ করেন। প্রায় ৩০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রভুর পাঠ প্রদানের পর ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ এরপর পূজ্যপাদ গোপাল প্রভু পরপর আরও চারটি শ্রদ্ধা কুটির পরিদর্শন করেন।
এরপর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শ্রীযুক্ত রিপন সরকার প্রভুর শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়। সন্ধ্যাকালে এই স্থানে প্রায় ২০-৩০ জন ভক্তসঙ্গে সন্ধ্যারতি কীর্তন এবং শ্রীমদ্ভাগবতমের শ্লোকাবলি পাঠ নিয়ে পূজ্যপাদ গোপীপ্রিয় গোপাল প্রভু ব্যাখ্যা ও আলোচনা করেন। এরপর তিনি আবারও ৫ টি শ্রদ্ধা কুটির পরিদর্শন করেন। শ্রদ্ধা কুটির পরিদর্শন করার পর তাঁরা রাত্রিকালীন মহাপ্রসাদ গ্রহণ করেন।