তুফানগঞ্জ, কোচবিহার:
০৯/০২/২০২১,কুচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার ভারত বন্ধু ক্লাব প্রাঙ্গণকে কেন্দ্র করে বৈষ্ণব ভক্ত সমাগমে মধ্যাহ্নকালীন সময়ে এক মহতিয় ধর্মানুষ্ঠানের শুভ আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রারম্ভে হরিনাম কীর্তন সহযোগে নগর পরিক্রমা করা হয়। পরিক্রমার পর এই স্থানে ভজন কীর্তন, ভাগবত কথা পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ১০০০ ভক্তের সমাগম হয়। সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও এই স্থানে ২ টি জপমালা ২টি বড় গীতা প্রচার হয়েছে।