নদিয়া:
১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে নদীয়া জেলার করিমপুরের মৃত্যুঞ্জয় মাধব দাস প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে মঙ্গল আরতি,গুরু পূজার শুভ আয়োজন করা হয়েছিল। এই শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নামহট্ট বিভাগের অন্যতম চিফ রিজিওনাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু।
এরপর করিমপুর মানিকতলার হুগোলবাড়িয়া এলাকায় মধ্যাহ্নকালীন ভোগ আরতির শুভ সূচনা করা হয়। এই স্থানে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ উপস্থিত ৬৫ টি নামহট্ট থেকে ৭০০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রবচন প্রদান করেন। সবশেষে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এরপর নদীয়ার করিমপুর থানার গোয়াস ঘোষপাড়ায় সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। হরিধ্বনি, জয়ধ্বনি, মঙ্গলাচরন, হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমন মাধ্যমে এবং ভজন কীর্তন সহযোগে এই স্থান আনন্দমূখর হয়ে ওঠে। এরপর উপস্থিত প্রায় ৪০০ জন ভক্তবৃন্দদের একত্রিত করে সন্ধ্যাআরতী সম্পন্ন করা হয়। সন্ধ্যাআরতির পর এই স্থানে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রবচন প্রদান করেন। শ্রীমৎ মহারাজের প্রবচন প্রদানের পর এই স্থানে ভক্তিমূলক নৃত্যানুষ্ঠান ও ভক্তিমূলক চলচ্চিত্র পরিবেশিত হয়। এরপর উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।