উদয়নারায়নপুর, হাওড়া:
১০-০২-২০২০ তারিখে উদয়নারায়নপুর থানার হরিশপুর গ্রামে অভিজিত প্রভুর তত্ত্বাবধানে বাৎসরিক সত্যনারায়ণ পূজা উপলক্ষে সন্ধ্যে ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত ভজন কীর্তন, তুলসী আরতি,গৌর আরতি ও ভাগবত কথা প্রবচনের মধ্য দিয়ে এই স্থান আনন্দমুখর হয়ে ওঠে। প্রায় ৫০ থেকে ৬০ জন ভক্তের উদ্দেশ্যে শ্রী অসীম কেশব দাস হরি প্রভু হরি কথা প্রবচন প্রদান করেন। এরপর সকল ভক্তদের উদ্দেশ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।