মালদা:
৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মালদা জেলার সূর্যাপুরের গাবুয়ার এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে প্রাতঃকালীন অনুষ্ঠানের শুভ সম্পন্ন করা হয়। প্রায় ১৫ জন ভক্তসঙ্গে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামহট্ট বিভাগের অন্যতম সুখ্যাতি পরায়ন প্রচারক তথা মালদা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ গোপীপ্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভু। এই স্থানে পূজ্য পাদ গোপিপ্রীয় প্রভু শ্রীগুরু আরতী ও শ্রীগুরু পূজা সম্পন্ন করেন এবং হরিকথা প্রদান করেন। এরপর এই স্থানেই প্রাতঃকালীন মহাপ্রসাদ গ্রহণ করেন।
এরপর গাবুয়ার আর শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে মধ্যাহ্নকালীন অনুষ্ঠান সংঘটিত হয়। এইস্থানে পূজ্যপাদ গোপিপ্রিয় গোপাল প্রভুর সানিধ্যে প্রায় ৪০ জন ভক্তবৃন্দদের সমবেত করে এক দিব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজ্যপাদ গোপীপ্রিয় প্রভুর সুমধুর কণ্ঠে বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের মধ্য দিয়ে এই স্থানের পরিবেশ আনন্দে মুগ্ধ হয়ে ওঠে। এরপর পূজ্যপাদ গোপীপ্রিয় প্রভু সমস্ত ভক্তের উদ্দেশ্যে হরিকথা প্রবচন প্রদান করেন ও মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠানের শুভ সম্পন্ন করেন। আরতির পর এই স্থানে উপস্থিত সকল ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এরপর সন্ধ্যা ৫ .০০ ঘটিকা থেকে পূজ্যপাদ গোপীপ্রিয় প্রভু সূর্যাপুরের এক মন্দির প্রাঙ্গনে সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। বৈষ্ণব মহাজন গণ বিরচিত ভজন কীর্তনের মধ্য দিয়ে এই স্থান তিনি আনন্দে ভরিয়ে তোলেন। প্রায় ,৫০ জন ভক্ত উপস্থিত থেকে এই সন্ধ্যাকালীন আরতি পরিবেশন করেন। সন্ধ্যারতির পর এই মন্দির প্রাঙ্গণে পূজ্যপাদ গোপীপ্রিয় প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন। সবশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।