দেজুরি, বড়জোরা,বাঁকুড়া:
২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বাঁকুড়া জেলার বড়জোরার দেজুরির এক স্থানকে কেন্দ্র করে সান্ধ্যকালীন অনুষ্ঠান ও হরিকথা পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকন নামহট্ট বিভাগের অন্যতম ত্রিদন্ডী সন্ন্যাসী তথা নামহট্ট বিভাগের কো রিজিওনাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এবং পুরুলিয়া,বাঁকুড়া ও ঝাড়খণ্ড জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ শ্রীবাস চরণ দাস ব্রহ্মচারী প্রভু।
বৈকাল ৪:০০ ঘটিকায় হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমার মাধ্যমে এই এলাকা আনন্দে ভরে ওঠে। নগর পরিক্রমার পর সন্ধ্যা ৫:০০ ঘটিকা থেকে বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের মাধ্যমে এই স্থান আনন্দমুখর হয়ে ওঠে। ভজন কীর্তনের পর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এই স্থানে উপস্থিত ৩৫০ জন ভক্তদের একত্রিত করে সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর সমস্ত ভক্তের উদ্দেশ্যে শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ শ্রীমদ্ভাগবতম্ থেকে প্রবচন প্রদান করেন। শ্রীমৎ মহারাজের পাঠ প্রদানের পর এই স্থানে ভক্তিমূলক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এরপর উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।