হুগলী:
০১/০২/২০২০ তারিখে হুগলী জেলার খানাকুল থানার রাধানগরে উপচক্রবর্তী রাধা প্রভুর বাসভবনে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব উপলক্ষে ভাগবত কথা ও অদ্বৈত আচার্য প্রভুর সম্বন্ধে গৌড় বংশ থেকে পাঠ প্রদান করা হয়। এই স্থানে মধ্যাহ্নকালীন সময়ে প্রায় ৮০ থেকে ৯০ ভক্ত উপস্থিত ছিলেন। এরপর শ্রী অদ্বৈত প্রভুর অভিষেক ও বৈষ্ণব বীরোচিত ভজন কীর্তন সংঘটিত হয়। এই স্থানে ১ গীতা ৪ টি জপমালা এবং ২ টি নামহট্ট পরিচয় বিতরন করা হয়। সবশেষে ভোগারতি পরিবেশিত হয় এবং সকল ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।
অন্যদিকে লোকনাথে লক্ষণ পাত্র মহাশয়ের বাসভবনে সন্ধ্যাকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন, সন্ধ্যারতি এবং ভাগবত কথা পরিবেশিত হয়। এই স্থানে ৪০ জন ভক্তের সমাগম হয়। এই স্থানে ভাগবত কথা পরিবেশন করেন পূজ্যপাদ সত্যবান কৃষ্ণদাস ব্রহ্মচারি প্রভু। এই স্থানে দুজন ভক্তকে জপমালা প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।