কলকাতা:
২৫ জানুয়ারি ২০২০ তারিখে কলকাতার গোবিন্দপুর থানার জাগুলগাছি এলাকায় ইসকন নামহট্ট অনুমোদিত নামহট্ট বিভাগের অন্যতম শাখা তথা জাগুলগাছি নামহট্ট শাখার পরিচালক ভক্ত পলাশ দেবনাথ এবং আশিষ দাস প্রভুর পরিচালনায় এবং শ্রীধাম মায়াপুরের নামহট্ট বিভাগের অন্যতম খ্যাতনামা প্রচারক তথা কলকাতা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুর উপস্থিতিতে সান্ধ্যকালীন আরতির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানের প্রারম্ভে পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভুর সুমধুর কণ্ঠে ভজন কীর্তনের মধ্য দিয়ে এই স্থান আনন্দে ভরে ওঠে। এরপর এই স্থানে পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু উপস্থিত ৪০০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রবচন প্রদান করেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে সান্ধ্যকালীন আরতি সংঘটিত হয় এবং উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।