মানিকতলা, কলকাতা:
৭ জানুয়ারি ২০২০ তারিখে কলকাতার মানিকতলা থানার মানিকতলা এলাকায় ইসকন নামহট্ট অনুমোদিত নামহট্ট বিভাগের অন্যতম শাখা তথা মানিকতলা নামহট্ট শাখার বিকাশ বসাক প্রভুর পরিচালনায় এবং নামহট্ট বিভাগের অন্যতম খ্যাতনামা প্রচারক তথা কলকাতা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুর নির্দেশনায় মধ্যাহ্নকালীন সময়ে এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে বৈষ্ণবীয় হোম যজ্ঞ,ভজন কীর্তন ও হরিকথার মধ্য দিয়ে এক দিব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু ছাড়াও উপস্থিত ছিলেন পূজ্যপাদ সারথি কৃষ্ণ প্রভু। সকাল ১১:৩০ ঘটিকায় পূজ্যপাদ সারথি কৃষ্ণ প্রভুর সুমধুর কন্ঠে ভজন কীর্তনের মধ্য দিয়ে এই স্থানে মধ্যাহ্নকালীন অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। এরপর উপস্থিত ভক্তসঙ্গে পর্যায়ক্রমে হোম যজ্ঞ,গীতা পাঠ প্রবচন ও ভোগ আরতি পরিবেশিত হয়। এরপর পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু উপস্থিত ৬০ জন ভক্তদের সাথে মহাপ্রসাদ বিতরণ গ্রহণ করেন।