হরিরামপুর ,দক্ষিণ দিনাজপুর:
৩ জানুয়ারী ২০২০ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকায় মধ্যাহ্নকালিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা দক্ষিণ দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ লীলাহরি দাস ব্রহ্মচারী প্রভু। দুপুর ১২;০০ ঘটিকায় হরিনাম সংকীর্তন সহযোগে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় ৩০ জন ভক্ত উপস্থিত ছিলেন। এরপর বৈষ্ণব মহাজন’ বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে এই স্থান আনন্দে ভরে ওঠে। পূজ্যপাদ লীলাহরি প্রভু তাঁর সুমধুর কণ্ঠে এই স্থানের উপস্থিত সমস্ত ভক্তদের মন আনন্দে ভরিয়ে তোলেন। এরপর পূজ্যপাদ লীলাহরি প্রভু শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবতম থেকে উপস্থিত ৩০ জন ভক্তদের উদ্দেশ্যে পাঠ প্রদান করেন। লীলাহরি প্রভুর পাঠ প্রদানের পর সমস্ত ভক্তদের মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। প্রায় বৈকাল ৪ ঘটিকা পর্যন্ত এই অনুষ্ঠান সংঘটিত হয়।
এরপর পূজ্যপাদ লীলা হরি প্রভু ১০ টি শ্রদ্ধা কুটির পরিদর্শন করেন এবং রাত্রে হরিরামপুরের বাগবাড়িতে মহাপ্রসাদ গ্রহণ করেন।