বনমালিপুর,বেলদা,পশ্চিম মেদিনীপুর :
২৭ ডিসেম্বর ২০১৯ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বনমালী পুরের এক স্থানকে কেন্দ্র করে মধ্যাহ্নকালীন সময়ে এক দিব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক পূজ্যপাদ শ্রীরূপ সনাতন দাস ব্রহ্মচারী প্রভু। হরিনাম সংকীর্তন ও ভজন কীর্তনের মধ্য দিয়ে এই স্থান আনন্দমুখর হয়। ভজন কীর্তনের পর এই দিন এই স্থানে শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। এরপর মধ্যাহ্নকালীন অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১০০০ জন ভক্তসঙ্গে ভাগবত পাঠ ও ভোগআরতি অনুষ্ঠান সংঘটিত হয়।
পূজ্যপাদ প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।