বেলদা,পশ্চিম মেদিনীপুর :
২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার এক স্থানে বইমেলাকে কেন্দ্র করে গোধূলি লগ্নে এক দিব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক পূজ্য পাদ শ্রীরূপ সনাতন দাস ব্রহ্মচারী প্রভু। হরিনাম সংকীর্তন ও ভজন কীর্তনের মধ্য দিয়ে এই স্থান আনন্দমুখর হয়ে ওঠে। ভজন কীর্তনের পর এই দিন এই স্থানে বইমেলাকে ঘিরে উপস্থিত প্রায় ২৫ জন ভক্তদের উদ্দেশ্যে আধুনিক সমাজে গীতা জ্ঞানের প্রয়োজন সমন্ধে প্রবচন প্রদান করেন। বেলদার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।