হুগলি:
২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে হুগলি জেলার রাজবলহাট অঞ্চলের এক স্থানকে কেন্দ্র করে মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা হাওড়া জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ সুজয় মাধব দাস ব্রহ্মচারী প্রভু। সকাল ১১:৩০ ঘটিকায় হরিনাম সংকীর্তন সহযোগে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। বৈষ্ণব মহাজন’ বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে এই স্থান আনন্দে ভরে ওঠে। ভজন কীর্তনের পর প্রায় ৭০ জন ভক্তসঙ্গে পূজ্যপাদ সুজয় মাধব প্রভু পাঠ প্রদান করেন এবং শুরু হয় ভোগ আরতি অনুষ্ঠান। ভোগ আরতির পর এই স্থানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।