মালদা:
২২ ডিসেম্বর ২০১৯ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে প্রাতঃকালীন সময়ে ১০ জন ভক্ত সঙ্গে শুভ মঙ্গলআরতী, শ্রী গুরূপূজা ও হরিকথা সম্পন্ন করে সকাল ১০ ঘটিকায় চাচলের কাপসিয়ার উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে মধ্যাহ্নকালীন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন ও হরিকথা প্রবচন প্রদানের মাধ্যমে এই শ্রদ্ধা কুটির প্রাঙ্গণ আনন্দমুখর হয়ে ওঠে। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।
এরপর সন্ধ্যায় এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণ ভক্ত সঙ্গে ভরে ওঠে। প্রায় ৪৫ জন ভক্ত উপস্থিত থেকে এই শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে সন্ধ্যাকালীন আরতি পরিবেশন করেন। সন্ধ্যারতির পর এই শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে পূজ্যপাদ গোপী প্রিয় প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন। সবশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। পূজ্যপাদ গোপীপ্রিয় প্রভু ৫ জন ব্যক্তিকে জপমালা বিতরণ করেন।