বহরমপুর,মুর্শিদাবাদ:
সান্ধ্যকালীন অনুষ্ঠানে ইসকন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রচারক পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে সন্ধ্যা ৬:০০ ঘটিকায় এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রায় ৮০ জন ভক্ত উপস্থিত ছিলেন। ভজন কীর্তন মঙ্গলাচরণ জয়ধ্বনী সহযোগে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ভজন কীর্তনের পর এই অনুষ্ঠানে সন্ধ্যারতী অনুষ্ঠান সংঘটিত হয়। সন্ধ্যা আরতির পর স্থানে শ্রীমদ্ভাগবতম্ কথা প্রবচন প্রদান করেন পূজ্যপাদ নন্দন প্রভু। প্রভুর পাঠ প্রদানের পর স্থানে সমস্ত ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।