গুঁড়িয়া,তারকেশ্বর, হুগলী:
১৬ ডিসেম্বর ২০১৯ তারিখে হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত গুঁড়িয়া গ্রামে সান্ধ্যকালীন সময়ে মহামিলন উৎসব সংঘটিত হয়। বৈকাল ৫ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকে। বৈকাল ৫ ঘটিকায় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের মধ্য দিয়ে এই স্থান আনন্দ মুখর হয়ে ওঠে। এরপর প্রায় ৬০ জন ভক্তসঙ্গে শুরু হয় তুলসী আরতি, গৌর আরতি। আরতির পর শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ প্রদান করা হয়। এই দিন এই স্থানে ৪ টি গীতা এবং ১ টি জপমালা বিতরণ করা হয়।