কৃষ্ণপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর:
৮ ই ডিসেম্বর ২০১৯ তারিখে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার কৃষ্ণপুরের গ্রামের বাসিন্দা বিষ্ণু প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে মোক্ষদা একাদশী উপলক্ষে দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত মধ্যাহ্নকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন মায়াপুরের নামহট্ট বিভাগের অন্যতম জেলা পরিদর্শক তথা উত্তর দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রচারক পূজ্যপাদ নন্দ গোপ কুমার দাস ব্রহ্মচারী প্রভু এবং তার সহকারী বৃন্দ। পূজ্য পাদ নন্দকুমার প্রভু এই স্থানে ” শ্রীমদ্ভাগবতম কি ” এই প্রসঙ্গে প্রায় ১২৫ জন ভক্তদের উদ্দেশ্যে আলোচনা করেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানের সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এরপর সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ৮:০০ পর্যন্ত হেমতাবাদ থানার এক স্থানকে কেন্দ্র করে নামহট্ট উৎসবের শুভ আয়োজন করা হয়। এই স্থানে প্রায় ৮০ জন ভক্ত উপস্থিত ছিলেন। সন্ধ্যারতির পর পূজ্যপাদ নন্দ গোপ কুমার প্রভু স্থানীয় ভক্তদের উদ্দেশ্যে শ্রীল প্রভুপাদ বিরচিত শ্রীমদ্ভাগবতম এবং গীতা মাহাত্ম্য থেকে পাঠ প্রদান করেন। এই স্থানের সমস্ত ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করে এবং প্রভুর পাঠ শ্রবণ করে খুব আনন্দিত হন। সবশেষে সকল ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।