বেলদা,পশ্চিম মেদিনীপুর :
৫ ই ডিসেম্বর ২০১৯ তারিখে সন্ধ্যা ৬ ঘটিকায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা নামহট্ট প্রচার কেন্দ্রে সান্ধ্যকালীন আরতী কীর্তনের মধ্য দিয়ে এক দিব্য আনন্দের সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর এর ইসকন এর অন্যতম বিভাগ তথা নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক পূজ্যপাদ শ্রীরূপ সনাতন দাস ব্রহ্মচারী প্রভু। এরপর এই স্থানে পূজ্যপাদ শ্রীরূপ সনাতন প্রভু উপস্থিত ৩০ জন ভক্তদের উদ্দেশ্যে শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভবদগীতা থেকে পাঠ প্রদান করেন। সবশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।