আটঘরা,কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর:
২ রা নভেম্বর ২০১৯ তারিখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আটঘরা গ্রামের এক প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে অন্নপ্রাশন উপলক্ষে ভজন কীর্তন সহযোগে মধ্যাহ্নকালীন সময়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন মায়াপুরের নামহট্ট বিভাগের অন্যতম জেলা পরিদর্শক তথা উত্তর দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রচারক পূজ্যপাদ নন্দগোপ কুমার দাস ব্রহ্মচারী প্রভু এবং তার সহকারী বৃন্দ।
দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ভজন কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় মধ্যাহ্নকালীন ভোগারতি কীর্তন। ভোগারতির পর পূজ্যপাদ নন্দগোপ কুমার প্রভু শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবতম থেকে পাঠ প্রদান করেন। এই অনুষ্ঠানে প্রায় ৫০০ জন ভক্ত সমাগম হয়েছিল। সবশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমস্ত ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করে খুব আনন্দিত হন।