সিঙ্গুর,হুগলি:
হুগলির সিঙ্গুর থানার ইসকন অনুমোদিত মায়াপুর আউটপোষ্ট সিঙ্গুর শাখা নামহট্ট প্রচার কেন্দ্রে সান্ধ্যকালীন সময়ে সাপ্তাহিক মহামিলন অনুষ্ঠান সংঘটিত হলো। ২ রা ডিসেম্বর ২০১৯তারিখে সন্ধিক্ষণে এই স্থানে এক দিব্য অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়। এই প্রচার কেন্দ্র উপস্থিত ছিলেন হুগলি জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ আত্মানন্দ প্রভু। বৈকাল ৪:৩০ টা থেকে ৮:০০ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকে। বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ আরম্ভ করা হয়। এরপর তুলসী আরতি, গৌর আরতী এবং নৃসিংহ প্রার্থনার মাধ্যমে এই স্থান আনন্দমুখর হয়ে ওঠে। আরতির পর এই স্থানে পূজ্যপাদ আত্মানন্দ প্রভু শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ প্রদান করেন। পূজ্যপাদ আত্মানন্দ প্রভুর শ্রীমুখ থেকে গীতা পাঠ শ্রবণ করে এখানকার সমস্ত ভক্ত অত্যন্ত খুশি হন। এরপর উপস্থিত প্রায় ৯০ জন ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এইদিন পূজ্যপাদ আত্মানন্দ প্রভু হুগলির বৈদ্যবাটি এলাকার একটি নতুন শ্রদ্ধাকুটির পরিদর্শন করেন এবং শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবতমের একটি পরিপূর্ণ খণ্ড বিতরণ করেন।