আলেরোপার, রঘুনাথগঞ্জ,মুর্শিদাবাদ:
২৮ শে নভেম্বর ২০১৯ তারিখে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত আলেরোপরে, এক শ্রদ্ধাকুটিরকে কেন্দ্র করে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়। বৈকাল ৪:০০ ঘটিকায় পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভুর সুমধুর কন্ঠে হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে এই স্থান আনন্দ মুখর হয়ে ওঠে। উক্ত সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা মুর্শিদাবাদ,বীরভূম ও পাকুড় জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস প্রভু এবং তাঁর সহকারি বৃন্দ। ভজন কীর্তনের পর এই স্থানে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সন্ধ্যারতি পরিবেশন করেন। আরতির পর পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভু উক্ত অনুষ্ঠানে উপস্থিত ১০০ জন ভক্তের উদ্দেশ্যে শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভগবতগীতা থেকে পাঠ প্রদান করেন।
পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে সমস্ত ভক্ত অত্যন্ত আনন্দিত হন। সবশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এই স্থানে পূজ্যপাদ নিত্যানন্দ প্রভু কিছু ভক্তের উদ্দেশ্যে ৬ টি জপমালা বিতরণ করেন।