পুমলিয়া, চাকদহ,নদীয়া:
২২ শে নভেম্বর ২০১৯ তারিখ নদীয়া জেলার চাকদহ থানার অন্তর্গত পুমলিয়া গ্রামে,পুমলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক স্থানকে কেন্দ্র করে মধ্যাহ্নকালীন ভোগারতি অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজ্যপাদ রাঘব গৌরাঙ্গ দাস প্রভু এবং এই গ্রামের কিছু স্থানীয় ভক্ত বৃন্দ। সকাল ১১ টায় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ভজন কীর্তনের পর পূজ্যপাদ রাঘব গৌরাঙ্গ প্রভু উক্ত অনুষ্ঠানে উপস্থিত ৫০০ জন ভক্তের উদ্দেশ্যে শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবত থেকে হরিকথা পাঠ প্রদান করেন। এরপর শুরু হয় নৃত্য সহযোগে মধ্যাহ্নকালীন ভোগআরতি কীর্তন। সকাল ১১ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকে। সবশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।