শিয়াখালা, চন্ডীতলা, হুগলি:
হুগলির চন্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালায় প্রায় ৭০ জন ভক্তের উপস্থিতিতে মধ্যাহ্নকালীন সময়ে ২২ শে নভেম্বর ২০১৯ তারিখে এক শ্রদ্ধা কুটির প্রাঙ্গনে এক মহতীয় দিব্য আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্থানে উপস্থিত ছিলেন হুগলি জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ আত্মানন্দ প্রভু সহ শ্রীপাদ সনাতন বিশ্বম্বর দাস ব্রহ্মচারী প্রভু। দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকে। এই অনুষ্ঠানে পূজ্যপাদ আত্মানন্দ প্রভু শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবতগীতা থেকে পাঠ প্রদান করেন। এরপর উপস্থিত ৭০ জন ভক্ত সঙ্গে মধ্যাহ্নকালীন ভোগআরতি পরিবেশিত হয় এবং সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই স্থানে পূজ্যপাদ আত্মানন্দ প্রভু শ্রীল প্রভুপাদ রচিত ২ টি শ্রীমদ্ভাগবত গীতা ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করেন।