বাংলাদেশ,ঢাকা:
১৫/১০/২০১৯ তারিখে বাংলাদেশের মহানগরী ঢাকা শহরে প্রাতঃকালীন ক্ষণে প্রায় ২-৩ ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন সহযোগে ভগবান শ্রী গৌর নিতাইকে রথেরমধ্যে আরোহণ করিয়ে বিপুল ভক্ত সঙ্গে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুর (ভারত) ইসকন নামহট্ট বিভাগের অন্যতম চেয়ারম্যান পূজ্যপাদ সুমধুর গৌর দাস ব্রহ্মচারী প্রভু এবং বিভিন্ন দেশ থেকে আগত নামহট্ট ভক্তবৃন্দ। সকাল ১০ ঘটিকায় রথেরমধ্যে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুকে আরোহণ করিয়ে এবং তাঁদের সুন্দর ভাবে সুসজ্জিত করে ঢাকার রাজপথে নৃত্য কীর্তন সহযোগে এই শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই দিন প্রায় হাজার হাজার ভক্তের আগমনে ভরে ওঠে মহানগরী ঢাকার এই স্থানাচল।