হুগলী:
হুগলী জেলার অন্তর্গত খানাকুল থানার চব্বিশপুর গ্রামে ১২ ই নভেম্বর ২০১৯ তারিখে প্রায় ৫০ জনের অধিক ভক্ত সমাগমে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়েছিল। সন্ধ্যা ৬:০০ ঘটিকায় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর উপস্থিত সকল ভক্ত সঙ্গে শুরু হয় সন্ধ্যাআরতি কীর্তন। আরতির পর উপস্থিত সমস্ত ভক্ত ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দ্বীপ দানে অংশগ্রহণ করেন। তারপর সমস্ত ভক্ত দ্বারা দামোদর অষ্টকম কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ প্রদান করা হয় ও সবশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অন্যদিকে হুগলির জাঙ্গিপাড়া থানার কন্দর্পনগর গ্রামের এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে প্রায় ১০০ জন ভক্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই স্থানেও সন্ধ্যা ৬:০০ ঘটিকায় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর ভক্তদের নৃত্য সহযোগে শুরু হয় সন্ধ্যাআরতি কীর্তন। আরতির পর উপস্থিত সমস্ত ভক্ত ভগবান শ্রী দামোদর এর উদ্দেশ্যে দ্বীপ প্রদান করেন এবং দামোদর অষ্টকম কীর্তন পরিবেশন করেন। এরপর এই স্থানেও এক ভক্ত দামোদর কথা প্রবচন প্রদান করেন ও জপ যজ্ঞ অনুশীলন করেন। সবশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।