কালিগঞ্জ,বর্ধমান:
৮ ই নভেম্বর ২০১৯ তারিখে বর্ধমানের অন্যদিকে সন্ধিক্ষণে কালিগঞ্জের এক শ্রদ্ধা কুটির কে কেন্দ্র করে প্রায় ২০-২৫ জন ভক্ত একত্রিত হয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ নরোত্তম সেবক দাস ব্রহ্মচারী প্রভু। সন্ধ্যা ৫:০০ ঘটিকায় ভজন কীর্তনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়েছিল এরপর হরিনাম সংকীর্তন এর মাধ্যমে এই অঞ্চল আনন্দমুখর হয়ে ওঠে। সন্ধ্যারতি ও দামোদর অষ্টকম কীর্তন পরিবেশনের মাধ্যমে এই শ্রদ্ধা কুটিরের সমস্ত ভক্ত ভগবান শ্রী দামোদর কে দ্বীপ প্রদানে অংশগ্রহণ করেন। এরপর পূজ্যপাদ নরোত্তম প্রভু শ্রীল প্রভুপাদের রচিত শ্রীমদ্ভগতম থেকে পাঠ প্রদান করেন এবং অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।