গোপালপুর,বর্ধমান:
০৭ নভেম্বর ২০১৯ তারিখে বর্ধমানের গোপালপুরে এক গৃহ প্রবেশ অনুষ্ঠানকে ঘিরে মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ নরোত্তম সেবক দাস ব্রহ্মচারী প্রভু। ২৫-৩০ জন ভক্তের উপস্থিতিতে পূজ্যপাদ নরোত্তম প্রভু শ্রীল প্রভুপাদের জীবন চরিত ব্যক্ত করেন। পাঠ প্রদানের পর মধ্যাহ্নকালীন ভোগ আরতির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়।