চুঁচুড়া, হুগলি:
০৪ নভেম্বর ২০১৯ তারিখে হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় সন্ধিক্ষণে পথচারী মানুষদের উদ্দেশ্যে দ্বীপদান অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়েছিল। নামহট্ট বিভাগের অন্যতম ত্রিদন্ডী সন্ন্যাসী তথা ইসকন নামহট্ট বিভাগের কো-রিজিওনাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস গৌর চন্দ্র স্বামী মহারাজের নির্দেশনায় প্রায় ৪ ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন সহযোগে শোভাযাত্রার মাধ্যমে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দ্বীপ প্রদান করা হয়। প্রায় ৮৫০ জন পথচারী ভগবান শ্রী দামোদর এর উদ্দেশ্যে দ্বীপ প্রদান করেন এবং প্রায় ১২০০ জনের অধিক ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। এই স্থানে সেদিন ৫০০ ভক্তের উদ্দেশ্যে দামোদর দ্বীপদান মাহাত্ম্যের লিফলেট বিতরণ করা হয়।