বেলডাঙা, বহরমপুর, মুর্শিদাবাদ:
৩ রা নভেম্বর ২০১৯ তারিখে মুর্শিদাবাদের বহরমপুর থানার বেলডাঙ্গা অঞ্চলে বৈকাল ৪:৩০ ঘটিকায় হরিনাম সংকীর্তন সমাগমে নগর সংকীর্তন এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ আরম্ভ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা নদিয়া, মুর্শিদাবাদ জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু। তাছাড়াও এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম মুর্শিদাবাদ ও পাকুড় জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু। সন্ধ্যা ৬:০০ ঘটিকায় পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভুর সুমধুর কন্ঠে ভজন কীর্তন এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে। এরপর প্রায় ৩০০ জন ভক্তের উপস্থিতিতে এবং তাদের নৃত্য কীর্তন এর মাধ্যমে শুরু হয় সন্ধ্যা আরতি কীর্তন। সন্ধ্যা আরতির পর পূজ্যপাদ বসুদেব নন্দন প্রভু উপস্থিত সমস্ত ভক্তের সম্মুখে দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে পাঠ প্রদান করেন এবং দামোদর লীলা কথা প্রসঙ্গে পাঠ প্রদান করেন। এরপর সমস্ত ভক্ত একত্রিত হয়ে শ্রীপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভুর সুমধুর কন্ঠে দামোদর অষ্টকম কীর্তন পরিবেশনের মাধ্যমে ভগবান শ্রী দামোদর কে দ্বীপ প্রদানে অংশগ্রহণ করেন। এরপর এই স্থানে ভগবান শ্রী কৃষ্ণের দামোদর লীলার উপর নৃত্যানুষ্ঠান সংঘটিত করা হয়। অবশেষে সমস্ত ভক্তরা মহাপ্রসাদ গ্রহন করেন। রাত্রি ৯:৩০ পর্যন্ত এই অনুষ্ঠানটি চলতে থাকে।