রাধাকৃষ্ণ মন্দির, শাহীনবাগ, বাংলাদেশ:
বাংলাদেশের শাহিনবাগে ১ লা নভেম্বর ২০১৯ তারিখে মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠানে অন্নকূট উৎসব ও গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুরের ইসকন নামহট্ট বিভাগের (ভারত) অন্যতম চেয়ারম্যান পূজ্যপাদ সুমধুর গৌর দাস ব্রহ্মচারী প্রভু। তাছাড়াও এই স্থানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইসকন মন্দিরের কোষাধ্যক্ষ পূজ্যপাদ জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীপাদ সুমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীপাদ হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীপাদ চারুচন্দ্র প্রভু এবং আরও অনেক ভক্ত বৃন্দ। সকাল ১০:০০ ঘটিকায় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের এর মধ্য দিয়ে এই স্থান আনন্দমুখর হয়ে ওঠে। তারপর দুপুর ১২:০০ ঘটিকায় শুরু হয় গোবর্ধন পূজা ও মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন। ভোগ আরতির পর পূজ্যপাদ সুমধুর গৌর দাস ব্রহ্মচারী প্রভু প্রায় ২০০ জনের অধিক ভক্তের সম্মুখে গোবর্ধন লীলা পাঠ প্রদান করেন এবং দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে পাঠ প্রদান করেন।