বেলদা, পশ্চিম মেদিনীপুর
21/11/2019 তারিখে বেলদার কেদার ও তুতরাঙি নামক দুই গ্রামে একই দিনে নামহট্ট ও কিছু গ্রন্থ প্রচার করা হয়। এই দিন এই দুই স্থানে উপস্থিত ছিলেন ইসকন মায়াপুর নামহট্ট বিভাগ এর অন্যতম জেলা প্রচারক পূজ্যপাদ শ্রী রুপসনাতন দাস ব্রহ্মচারী প্রভু। প্রথমে তিনি কেদার গ্রামে একটি , হাউস পগ্রাম অনুষ্ঠআনে যোগদান করেন । সেখানে সন্ধ্যা কালীন তুলসী আরতী, সন্ধ্যা আরতি ও ভাগবতম গীতা থেকে পাঠ হয়।এছারা এখানে 5টি জপ মালা, 6টি গীতা ও 1টি নামহট্ট, প্রচার হয় । সবশেষে প্রায় 50 জন ভক্ত প্রসাদ পায়।
ঐ দিন আবার তুতরাঙি গ্রামের ধূলাপদ দাস প্রভুর বাড়িতে তিনি ভিজিট করতে যান । সেখানে তিনি একটি ভাগবত সেট প্রচার করেন।