মালদা:
৩০ অক্টোবর ২০১৯ তারিখে মালদার রতুয়ার সূর্যপুরে এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে মঙ্গলারতি সম্পন্ন করে হরিনাম সংকীর্তন এর মাধ্যমে নগর পরিক্রমা করে শ্রীগুরু পূজা শ্রীগুরু আরতি সম্পন্ন করে শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবত থেকে পাঠ প্রদান করেন পূজ্যপাদ গোপী প্রিয় গোপাল দাস প্রভু। প্রায় ৬০ জন ভক্ত নগর সংকীর্তন এ যোগদান করেছিলেন। এরপর আকাশ কর্মকার প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে প্রায় ১৫০ জন ভক্তের উপস্থিতিতে সন্ধ্যাকালীন আরতি পরিবেশিত হয়। সন্ধ্যা আরতির পর এই শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে ভগবান শ্রী দামোদর এর উদ্দেশ্যে দ্বীপপ্রদান করা হয় এবং দামোদর অষ্টকম কীর্তন পরিবেশন করা হয়। এরপর পূজ্যপাদ গোপী প্রভু দামোদর লীলা কথা বর্ণনা করেন এবং ভক্তরা আকণ্ঠ ভরে মহা প্রসাদ গ্রহণ করেন এবং অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।