মাঝেরহাট, নিমতা, কলকাতাঃ
29/10/2019 তারিখে কলকাতার মাঝেরহাটে শ্রদ্ধাকুটির পরিদর্শন ও সঙ্গে দীপ দান অনুষ্ঠান শুরু হয়। পরিদর্শন করেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু। তিনি ঐ দিন পর পর চারটি শ্রদ্ধাকুটিরে দীপ দান অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রথমে তিনি ভক্ত সংগ্রাম সরকার প্রভুর এর তত্ত্বাবধানে নিমতা নামহট্টে এসে উপস্থিত হন । সেখানে মঙ্গল আরতি,পরিক্রমা,গুরুপূজা, গীতা পাঠ সম্পূর্ণ করে। তারপর 5:00-7:00am প্রথম শ্রদ্ধাকুটিরে যান সেখানে দীপ দান ও কিছু সময় হরি কথা বলেন ভক্ত উপস্থিত ছিল ৭ জন ।দ্বিতীয় কুটিরে যান 7:40-8:00am সেখানে ভক্ত উপস্থিত ছিল ৫ জন। তৃতীয় কুটিরে 10:00-10:30am ভক্ত উপস্থিত ছিল ৬ জন। শেষে বিকালে 5:20pm-6:30pm আরও একটি শ্রদ্ধা কুটিরে যান সেখানে প্রায় ৬৫ জন উপস্থিত ছিল এবং সবাই ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দ্বীপ প্রদান করেন। সবশেষে সমস্ত ভক্তের জন্য মহাপ্রসাদের সুব্যবস্থা ছিল।