নৃসিংহ নাথ,নোয়াপাদা, উড়িষ্যা:
২৯ অক্টোবর ২০১৯ তারিখে উড়িষ্যার নোয়াপদার নৃসিংহ নাথ গ্রামে সন্ধিক্ষণে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়েছিল। বৈকাল ৫:৩০ ঘটিকায় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম মহারাজ তথা নামহট্ট এর কো-রিজিউন্যাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস গৌর চন্দ্র স্বামী মহারাজ এবং ইসকন নামহট্ট বিভাগের খ্যাতি পরায়ণ প্রচারক তথা ওড়িশা রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্য প্রচারক পূজ্যপাদ সুবল হরি দাস ব্রহ্মচারী প্রভু। সন্ধ্যারতির পর প্রায় ৫০ জন ভক্তসঙ্গে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দ্বীপ প্রদান করা হয় এবং দামোদর অষ্টকম কৃত্তন সংঘটিত হয়। এরপর উপস্থিত ভক্তদের সম্মুখে শ্রীমৎ ভক্তি বিলাস গৌর চন্দ্র স্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের রচিত শ্রীমদ্ভাগবতম্ থেকে পাঠ প্রদান করেন। সবশেষে সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদের সু ব্যাবস্থা ছিল।