বঙ্কিমপল্লী, নিমতা, কলকাতাঃ
২৯ অক্টোবর ২০১৯ তারিখে কলকাতার নিমতা থানার বঙ্কিমপল্লীর ইসকন নামহট্ট অনুমোদিত রাধা দামোদর নামহট্ট এ পূজ্যপাদ সেবানন্দ গোবিন্দ দাস প্রভুর পরিচালনায় সকাল ১১:৩০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টায় ভজন কীর্তন এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু। এরপর প্রায় ৫০০ জন ভক্তের সম্মুখে পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু গোবর্ধনলীলা কথা, দামোদরলীলা কথা পাঠ প্রদান করেন। এরপর সমস্ত ভক্তসঙ্গে অনুষ্ঠিত হয় শ্রী গোবর্ধন গিরিরাজের অভিষেক, গো পূজা এবং মধ্যাহ্নকালীন ভোগআরতি। এরপর উপস্থিত ৫০০ জন ভক্ত সঙ্গে শুরু হয় ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দ্বীপ প্রদান অনুষ্ঠান ও দামোদরঅষ্টকম কীর্তন পরিবেশন। সবশেষে সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদের সুব্যাবস্থা ছিল।