সিঙ্গুর,হুগলী:
২৯ অক্টোবর ২০১৯ তারিখে হুগলির ইসকন শ্রীধাম মায়াপুর আউটপোস্ট সিঙ্গুর থানার অন্তর্গত ইসকন সিঙ্গুর শাখা নামহট্ট প্রচার কেন্দ্রে হরিপাল থানার উপ চক্রবর্তী শ্রীপাদ গোপেশ্বর প্রভু সাপ্তাহিক মহামিলন অনুষ্ঠানের শুভ আয়োজন করেন। বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় তুলসী আরতি,সন্ধ্যা আরতি ও ভগবান শ্রী দামোদর এর উদ্দেশ্যে দ্বীপ প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে। এরপর শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ থেকে পাঠ প্রদান করেন পূজ্যপাদ গোপেশ্বর প্রভু। সন্ধ্যা ৫:৩০ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত প্রায় ১০০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে সকলের জন্য বসে মহাপ্রসাদ বিতরণ করা হয়।