মালদাঃ
২৭/১০/২০১৯ তারিখে গোবিন্দপুরের সুবাস প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে মঙ্গলারতি সম্পন্ন করে হরিনাম সংকীর্তন এর মাধ্যমে নগর পরিক্রমা করে শ্রীগুরু পূজা, শ্রীগুরু আরতি সম্পন্ন করে শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবত থেকে পাঠ প্রদান করেন পূজ্যপাদ গোপী প্রিয় গোপাল দাস প্রভু। প্রায় ৩৫ জন ভক্ত এই নগরসংকীর্তনে যোগদান করেছিলেন। এরপর কল্পনা মাতাজির শ্রদ্ধেকুটির প্রাঙ্গণে প্রায় ৩০ জন ভক্তসঙ্গে মধ্যাহ্নকালীন ভোগ আরতি সম্পন্ন ও হরি কথা পরিবেশন করার পর গাবুয়ার উজ্জল মন্ডল প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে শ্রদ্ধাকুটির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন এবং ৩১ জন ভক্তসঙ্গে সেই স্থানে ভগবান শ্রী দামোদর এর উদ্দেশ্যে দ্বীপদানে অংশগ্রহণ করেন। কিছু সময় সেখানে হরিকথা আলোচিত হয় তারপর সম্প্রীতি মাতাজির শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে সন্ধ্যাকালীন আরতি পরিবেশিত হয়। সন্ধ্যাআরতির পর এই শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দ্বীপ প্রদান করা হয় এবং দামোদর অষ্টকম কীর্তন পরিবেশন করা হয়। এরপর পূজ্যপাদ গোপী প্রভু দামোদর লীলা কথা বর্ণনা করেন এবং অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।