পুরুলিয়াঃ
২৬/১০/২০১৯ তারিখে পুরুলিয়ার অন্যতম প্রবীণ ভক্ত শ্রীপাদ অনুগ্রহ কৃষ্ণ প্রভুর শ্রদ্ধা কুটির প্রাঙ্গনে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ দান অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভারম্ভ হয় সন্ধ্যা ৬ ঘটিকায় শ্রীপাদ তিমির বিনাশ প্রভুর সুমধুর কন্ঠে গৌর আরতি ও শ্রীমতি সুনির্মলা বিষ্ণুপ্রিয়া মাতাজীর সুমধুর কন্ঠে নৃসিংহ আরতির মধ্য দিয়ে। ঠিক তারপরেই একে একে শ্রীপাদ নরোত্তম প্রভু,মৌসুমী মাতাজী ও তিমির বিনাশ প্রভু ভজন কীর্তন পরিবেশন করেন। এরপর পুরুলিয়ার অন্যতম প্রবীণ ভক্ত শ্রীপাদ অদ্বৈত করুণাময় প্রভু উক্ত অনুষ্ঠানে শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভগবতগীতা যথাযথ থেকে পাঠ প্রদান করেন ও ভগবান শ্রী দামোদরের দামবন্ধন লীলা প্রসঙ্গে কিঞ্চিৎ প্রবচন প্রদান করেন। পাঠ শেষে দামোদর অষ্টকম কীর্তন পরিবেশনের এর মধ্য দিয়ে উপস্থিত ৩০ জন ভক্ত ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ প্রদান করেন। অনুষ্ঠানের শেষে সকলের জন্য মহাপ্রসাদ এর সুব্যবস্থা ছিল।