নতুনগ্রাম, তারকেশ্বর, হুগলী:
হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত নতুন গ্রামের শ্রীযুক্ত রবিন মান্না প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে ২৪ অক্টোবর ২০১৯ তারিখে মধ্যাহ্নকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম প্রবীণ প্রচারক পূজ্যপাদ দীপ্তিমান গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু এবং নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা হুগলী জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ আত্মানন্দ গৌর দাস ব্রহ্মচারী প্রভু। সকাল ১১ টায় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। তারপর দুপুর ১২:০০ টায় সমস্ত ভক্তের নৃত্য কীর্তন সহযোগে শুরু হয় মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন। ভোগ আরতির পর পূজ্যপাদ দীপ্তিমান গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু প্রায় ৪০ জন ভক্তের সম্মুখে শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ভাগবতম থেকে পাঠ প্রদান করেন এবং এই শ্লোকের ব্যাখ্যা আলোচনা করেন তারপর দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে পাঠ প্রদান করেন এবং ভগবান শ্রী দামোদর কে প্রদীপ দান করেন। সবশেষে সকল ভক্তদের জন্য অনুকল্প মহাপ্রসাদের ব্যবস্থা ছিল।