ধুপগুড়ি, জলপাইগুড়ি:
২৪ অক্টোবর ২০১৯ তারিখে সন্ধ্যাকালীন সময়ে শুভ সন্ধ্যাআরতি সম্পন্ন করে ৫০-৬০ জন ভক্তের উপস্থিতিতে হরিনাম সংকীর্তন সহযোগে আনন্দ মুখর হয়ে উঠলো ধুপগুড়ি অঞ্চল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট ও বিভাগের অন্যতম প্রচারক বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী প্রভু এবং এই জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ শ্যাম সখা দাস ব্রহ্মচারী প্রভু,তাঁর সহকারী বৃন্দ এবং অন্যান্য ভক্তবৃন্দ। সন্ধ্যা ৫ ঘটিকায় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের মাধ্যমে এই স্থান আনন্দমুখর হয়ে ওঠে। ভজন কীর্তনের পর প্রায় ৫০ জনের অধিক ভক্তের নৃত্য সহযোগে শুরু হয় সন্ধ্যা আরতি কীর্তন। আরতির পর ভগবান শ্রী দামোদর এর উদ্দেশ্যে পূজ্যপাদ বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী প্রভু, পূজ্যপাদ শ্যাম সখা দাস ব্রহ্মচারী প্রভু এবং সমস্ত ভক্ত দামোদর অষ্টকম কীর্তন পরিবেশনের মাধ্যমে ভগবান শ্রী দামোদর এর উদ্দেশ্যে দ্বীপ দানে অংশগ্রহণ করেন।