পুরুলিয়াঃ
২১/১০/২০১৯ তারিখে নারায়ণ কিশোর প্রভুর শ্রদ্ধা কুটির প্রাঙ্গনে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ দান অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়। সন্ধ্যা 6 ঘটিকায় শ্রীপাদ নারায়ণ কিশোর প্রভুর সুমধুর কন্ঠে মঙ্গলাচরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় তার কিছু সময় পরেই উনার সুকন্যা মৌটুসী মাতাজী এবং একে একে অন্যান্য ভক্তরা তাদের সুললিত কন্ঠে ভজন কীর্তন পরিবেশন করেন। সন্ধ্যা ৭ ঘটিকায় পুরুলিয়া নামহট্টের উপচক্রবর্তী শ্রীপাদ শ্রীহরিশ্যাম প্রভু উক্ত অনুষ্ঠানে দামোদর লীলা প্রসঙ্গে প্রবচন প্রদান করেন। ঠিক তারপরেই দামোদর অষ্টকম কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে ভগবান শ্রী দামোদরকে দীপ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪৫ জন ভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সকলের জন্য মহাপ্রসাদ এর সুব্যবস্থা ছিল।