জালালপুর, মানিকচক, মালদা:
২১ অক্টোবর ২০১৯ তারিখে বাঁকি পুরের মিল্কি তে সান্ধ্য কালীন সময়ে দীপ দানের আয়োজন করা হয় প্রায় ৭০ জন ভক্ত এই দিনে অংশগ্রহণ করেন। এই স্থানে উপস্থিত ছিলেন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা মালদা জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ গোপি প্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভু। সন্ধ্যা ৬ ঘটিকায় পূজ্যপাদ গোপি প্রিয় গোপাল প্রভুর সুমধুর কন্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। তারপর শুরু হয় ভক্তদের নৃত্য সহকারে সন্ধ্যা আরতি কীর্তন। এরপর এই স্থানে শ্রীপাদ গোপী প্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভু এবং এই স্থানে উপস্থিত প্রায় ৭০ জন ভক্ত সমবেত হয়ে ভগবান শ্রীদামোদর এর উদ্দেশ্যে দ্বীপ প্রদান করেন। তারপর শ্রীপাদ গোপী প্রিয় প্রভু উপস্থিত ভক্তদের সম্মুখে দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে পাঠ প্রদান করেন। তারপর শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ প্রদান করেন এবং এই শ্লোকের ব্যাখ্যা আলোচনা করেন।
পরদিন অর্থাৎ ২২/১০/২০১৯ তারিখে মালদা জেলার মানিকচকের জালালপুর নিবাসী জগন্নাথ কমলেশ প্রভুর শ্রদ্ধা কুঠির প্রাঙ্গণে মঙ্গল আরতি গুরুপূজা এবং দ্বীপ দান সম্পন্ন করেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা মালদা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ গোপি প্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভু। ভোর ৪ ঘটিকায় মঙ্গল আরতির মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রী গুরু পূজা ও শ্রী গুরু আরতির পর পূজ্যপাদ গোপি প্রিয় গোপাল দাস ব্রহ্মচারী দাস প্রভু এবং এই স্থানে উপস্থিত প্রায় ১২ জন ভক্তসঙ্গে ভগবান শ্রীদামোদর এর উদ্দেশ্যে দ্বীপ প্রদান করেন। তারপর শ্রীপাদ গোপী প্রিয় প্রভু উপস্থিত ভক্তদের সম্মুখে দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে পাঠ প্রদান করেন।