দাহাপাড়া,মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদ জেলার দাহাপাড়ায় ২০ অক্টোবর ২০১৯ তারিখে সান্ধকালিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা মুর্শিদাবাদ, বীরভূম ও পাকুড় জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু। বৈকাল ৫ ঘটিকায় ভজন কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ আরম্ভ করা হয়। সন্ধ্যা ৬ ঘটিকায় পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভুর মধুর কন্ঠে ভজন কীর্তন এবং ভক্তদের নৃত্য সহযোগে শুরু হয় সন্ধ্যা আরতি কীর্তন। সন্ধ্যা আরতির পর পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভু এবং প্রায় ২৫০-৩০০ ভক্তসঙ্গে ভগবান শ্রী দামোদর কে দ্বীপ প্রদানে অংশগ্রহণ করেন। তারপর শ্রীপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভুর সুমধুর কন্ঠে দামোদর অষ্টকম কীর্তন পরিবেশিত হয়। এরপর পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভু শ্রীল প্রভুপাদের রচিত শ্রীমদ্ভাগবত থেকে পাঠ প্রদান করেন এবং দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেন । এই স্থানে পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য প্রভু শ্রীল প্রভুপাদের রচিত.২৪ টি শ্রীমদ্ভাগবত গীতা এবং একটি শ্রীমদ্ভাগবতমের পরিপূর্ণ খণ্ড বিতরন করেন।