তুফানগঞ্জ,কোচবিহার:
কোচবিহার জেলার তুফানগঞ্জের ধলপলের এক শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে ১৬ অক্টোবর ২০১৯ তারিখে সান্ধ্যকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার ভারপ্রাপ্ত প্রচারক শ্রীপাদ সত্য মাধব দাস প্রভু ও তার সহকারি বৃন্দ। সন্ধ্যা ৬ ঘটিকায় শ্রী পাদ সত্য মাধব প্রভু এই শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে ভজন কীর্তন পরিবেশন করেন এবং সান্ধ্যকালীন আরতি কীর্তন শুরু করেন। আরতির পর পূজ্যপাদ সত্য মাধব প্রভু প্রাঞ্জল ভাষায় দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেন। তারপর প্রায় ৫০ জন ভক্ত একত্রিত হয়ে ভগবান দামোদর কে দীপ প্রদান করেন ও দামোদর অষ্টকম কীর্তন পরিবেশন করেন। তারপর শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবত গীতা থেকে একটি শ্লোক পাঠ ও এই শ্লোকের ব্যাখ্যা আলোচনা করেন।