শ্রীনগর, উত্তর ২৪ পরগনা:
উত্তর ২৪ পরগনা জেলার শ্রীনগর নামহট্ট এ এক শ্রদ্ধা কুটির প্রাঙ্গণে সন্ধিক্ষণে ১৩/১০/২০১৯ তারিখে প্রায় ৩০ জন ভক্তসমাগমে অনুষ্ঠিত হলো সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা উত্তর ২৪ পরগনা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ সুদামা সখা দাস ব্রহ্মচারী প্রভু এবং তার সহকারি বৃন্দ। এই দিন সন্ধ্যা ৬ টা থেকে বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তনের মাধ্যছিত সান্ধকালে এই দিব্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এরপর উদ্যম নৃত্য সহকারে শুরু হয় সন্ধারতী কীর্তন। সন্ধারতির পর সমস্ত ভক্ত ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দান ও দামোদর অষ্টকম কীর্তন করেন। এরপর পূজ্যপাদ সুদামা সখা প্রভু তাঁর সহজ প্রাঞ্জল ভাষায় শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভগবদগীতা যথাযথ থেকে পাঠ করেন এবং সেই শ্লোক নিয়ে আলোচনা করেন।